Glocal Teen Hero Bangladesh 2022 held Successfully

কিশোরভিত্তিক সৃজনশীল প্ল্যাটফর্ম রিফ্লেকটিভ টিনস’র আয়োজনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘গ্লোকাল টিন হিরো বাংলাদেশ – ২০২২’। গত ২০ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিস্থ ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ৭১ অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়। তিনশ’র অধিক আবেদন থেকে যাচাই-বাছাই এর পর প্রথম ধাপে ছয় জন এবং পরবর্তীতে একজনকে গ্লোকাল টিন হিরো স্বীকৃতি দেয়া হয়। প্রথম আসরে গ্লোকাল টিন হিরো নির্বাচিত হয় ‘ব্যাক্টো ক্রপ’ এর প্রতিষ্ঠাতা ও নটরডেম কলেজের ছাত্র তালহা জুবায়ের। তালহা ছাড়াও প্রথম ছয় জনের তালিকায় থাকা অন্যরা হলো – আইরিন মুশফিরাত, ফারহান নবী, নাবিল মোস্তাফা, সাদ আল আমিন এবং সানজিতা সিদ্দিকা। এই নির্বাচন প্রক্রিয়ার জুরি সদস্য হিসেবে ছিলেন কিশোর আলোর সম্পাদক, সাংবাদিক ও লেখক আনিসুল হক, নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত অ্যান ভেন লিউয়েন, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান সবুর খান, ইয়ুথ অপরচুনিটিজ এর প্রতিষ্ঠাতা ওসাম বিন নুর, ইউএনডিপি বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার রবার্ট স্টোলম্যান এবং ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারের সাবেক হেড অফ বিজনেস শুভাশিষ রয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জুরি সদস্যগণ ছাড়াও তুরষ্কের রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান, নেপালের রাষ্ট্রদূত জ্ঞানশ্যাম ভাণ্ডারী, ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও মোহাম্মদ নুরুজ্জামান, জেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কে এম হাসান রিপন, সেইভ এন্ড সার্ভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তৈয়ব বাশার, রিফ্লেকটিভ টিনসের নির্বাহী পরিচালক ইউসুফ মুন্না, গ্লোকাল নেপালের চেয়ারম্যান আশিস ঠাকুর অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন। ২০১৪ সালে নেপালের কাঠমুন্ডুতে শুরু হয় এই আয়োজন। পরবর্তীতে ভারত, শ্রীলংকার পর বাংলাদেশে এই আয়োজনের উদ্যোগ নেয় রিফ্লেকটিভ টিনস। সারাদেশে ছড়িয়ে থাকা প্রতিভাবান কিশোরকিশোরীদের সৃজনশীল কাজের স্বীকৃতি দেয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়। অনুষ্ঠানের স্ট্রাটেজিক পার্টনার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, পার্টনার দ্যা এশিয়া ফাউন্ডেশন এবং সেইভ এন্ড সার্ভ ফাউন্ডেশন, নলেজ পার্টনার কিশোর আলো, মিডিয়া পার্টনার দ্যা ডেইলি স্টার, আউটরীচ পার্টনার ইয়ুথ অপরচুনিটিজ, এনগেইজমেন্ট পার্টনার বরিশাল ইয়ুথ সোসাইটি এবং চকবোর্ড কমিউনিকেশনস এবং সাপোর্টিং পার্টনার জেন বাংলাদেশ এবং বিএসআরএম।