Yusuf Munna selected as Internet Society Fellow
[Dhaka, 07 March 2025] – Yusuf Munna, Founder and Executive Director of Reflective Teens, has been selected as an Internet Society Early Career Fellow in recognition of his impactful work in promoting internet safety for last-mile communities and schools. Through Reflective Teens, he has been instrumental in ensuring that students and educators can navigate the digital world securely and responsibly.
The Internet Society Early Career Fellowship provides emerging leaders with unparalleled access to world-class experts, including scholars from American University and the Oxford Internet Institute. This prestigious program will enable Yusuf to further his advocacy for digital inclusion and online safety, contributing to shaping a more secure and accessible internet for underserved communities.
Reflective Teens continues to drive positive change through policy advocacy, digital literacy initiatives, and innovative educational programs that empower youth in Bangladesh and beyond. Yusuf’s selection for this fellowship underscores his commitment to leveraging the internet for social good.
ইন্টারনেট সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছেন ইউসুফ মুন্না
[ঢাকা, ০৭ মার্চ ২০২৫] – ইন্টারনেট সোসাইটি আর্লি ক্যারিয়ার ফেলোশিপ অর্জন করেছেন রিফ্লেকটিভ টিনস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইউসুফ মুন্না। প্রান্তিক জনগোষ্ঠী ও স্কুলগুলোর জন্য ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিতকরণে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই ফেলোশিপের জন্য নির্বাচিত করা হয়েছে। রিফ্লেকটিভ টিনসের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদ ও দায়িত্বশীলভাবে ডিজিটাল জগৎ পরিচালনার জন্য সচেতন করে তুলতে কাজ করে যাচ্ছে রিফ্লেকটিভ টিনস।
ইন্টারনেট সোসাইটি আর্লি ক্যারিয়ার ফেলোশিপ বিশ্বমানের বিশেষজ্ঞদের সাথে সরাসরি সংযুক্ত হওয়ার সুযোগ প্রদান করে, যেখানে আমেরিকান ইউনিভার্সিটি ও অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের গবেষকরা অন্তর্ভুক্ত রয়েছেন। এই মর্যাদাপূর্ণ প্রোগ্রাম ইউসুফকে ডিজিটাল অন্তর্ভুক্তি ও অনলাইন নিরাপত্তার প্রচারে তার উদ্যোগকে আরও বিস্তৃত করতে সহায়তা করবে, যা পিছিয়ে থাকা সম্প্রদায়গুলোর জন্য একটি নিরাপদ ও সহজলভ্য ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিফ্লেকটিভ টিনস তাদের পলিসি এডভোকেসি, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির উদ্যোগ এবং উদ্ভাবনী শিক্ষামূলক প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ ও এর বাইরের যুবসমাজের ক্ষমতায়নে করতে কাজ করে যাচ্ছে। ইউসুফের এই ফেলোশিপ অর্জন সামাজিক কল্যাণে ইন্টারনেটকে ইতিবাচকভাবে ব্যবহার করার প্রতিশ্রুতির প্রতিফলন বহন করে।
——-
For media inquiries or more information, please contact: yusufmunna16@gmail.com