• CREATIVE WRITING,  EDITORS PICK

    কলিংবেল রহস্য | তানজিলা আফরোজ

    চারদিন হলো নতুন বাসায় উঠেছেন শাহানা জামান। সবকিছু সাজানো গোছানো তাঁকে একা হাতেই সামলাতে হচ্ছে। পরিবারের সদস্য বলতে তাঁর দুই ছেলেমেয়ে; বড় ছেলে উচ্চশিক্ষার জন্য কানাডা গিয়েছে প্রায় তিন বছর আগে আর ছোট মেয়ের বিয়ে হয়েছে গতমাসে। যখন ছেলেমেয়েরা খুব ছোট ছিলো তখনই বিধবা হয়েছিলেন শাহানা জামান। বর্তমানে একটা প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর তিনি। বাসা থেকে ইউনিভার্সিটির দূরত্ব অনেক বেশি হওয়ার মেয়ের বিয়ের একমাস পরেই কর্মক্ষেত্রের কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নেন তিনি। ছোটোখাটো একটা ফ্ল্যাট; মোটামুটি দুজন মানুষ থাকার মতো। তিনি একা মানুষ; তাঁর এরকমই একটা ফ্ল্যাটের দরকার ছিলো। আশেপাশের বিল্ডিং এ মিসেস জামানের কয়েকজন পরিচিত সহকর্মীও থাকেন। এই চারদিনের মধ্যে নিজের বিল্ডিং এর প্রায় সবার সাথে কমবেশি পরিচয় হয়ে গেছে…